Home » জামিয়া পরিচিতি

জামিয়া পরিচিতি

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সমস্ত প্রশংসা ঐ মহান রাব্বুল আলামীনের জন্য যিনি মানবজাতিকে সৃষ্টি করে তার সঠিক পথ প্রদর্শনের ব্যবস্থা করেছেন। যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী ও রাসূল। যাদের একমাত্র লক্ষ্য ছিল মানবজাতিকে তাওহিদের পথে আহবান করা, ন্যায় ও কল্যাণের শিক্ষা দেওয়া। আল্লাহ প্রদত্ত এই দাওয়াত ও শিক্ষার মহান কর্মসূচী পূর্ণতা লাভ করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সা. এর আগমনের মাধ্যমে। নবীজী সা. মানবতার হেদায়াত, মুক্তি ও কল্যাণের জন্য মানুষকে ওহিভিত্তিক ইলমের শিক্ষা দিয়েছেন। যে শিক্ষার সূচনা হয় মক্কার দারুল আরকাম থেকে এবং পূর্ণতা লাভ করে মসজিদে নববীতে। সে ইলমের আলোয় মানবতা আলোকিত হলো এবং বদলে গেল দুনিয়ার ইতিহাস। যারা ছিল জালিম ও পাশবিক তারা হয়ে উঠলো শান্তির সৈনিক, মানবতার রক্ষক। এই শিক্ষার মাধ্যমে পৃথিবী পেল সত্য ও সুন্দরের সোনালী বসন্ত। এই ইলম পৃথিবীকে পশুত্বের অভিশাপ থেকে উত্তরণ ঘটিয়ে মনুষ্যত্বের আলোয় উদ্ভাসিত করলো। নবীজী (সা.) এর জীবদ্দশায় ইলমে ওহির যে যাত্রা শুরু হয়েছিল তা তালিম, তাদরিস, তাসনিফ, তাসাউফ, তাবলীগ ও তাজদিদের মহান কর্মসূচী সহকারে সাহাবা, তাবেয়ী ও তবে তাবেয়িদের ধারাবাহিকতায় অগ্রসর হতে হতে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। এই ধারাবাহিকতা রক্ষা এবং জীবন ও জগতকে ইসলামের আলোয় ঢেলে সাজাবার মহান লক্ষ্য নিয়ে “হাফিজ মাওলানা ফয়জুর রহমান রহ.” এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপরামর্শ, আন্তরিক প্রচেষ্টা ও দান-খয়রাতের মাধ্যমে কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ড আহমদাবাদ এলাকায় ২০০৫ঈ. সনের …….. তারিখে প্রতিষ্ঠা করেন “জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ”।

নাম: জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ
প্রতিষ্ঠাকাল: ১২ নভেম্বর ২০০৫ঈ.
অবস্থান: আহমদাবাদ,৩নং ওয়ার্ড কুলাউড়া পৌরসভা, মৌলভীবাজার।
প্রতিষ্ঠাতা: আলহাজ ক্বারী হাফিজ তছির আলী রহ.
প্র্রতিষ্ঠাতা মুহতামিম: হাফিজ মাওলানা ফয়জুর রহমান রহ.
বর্তমান মুহতামিম: হাফিজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান
ছাত্র সংখ্যা: ৬০০ জন প্রায়
শিক্ষক সংখ্যা: ২৩ জন
কর্মচারী সংখ্যা: ৩ জন
শিক্ষাবর্ষ: শাওয়াল হতে শাবান
অথর্ বছর: জানুয়ারি হতে ডিসেম্বর